আজকের শিরোনাম :

হোসেনপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ১০:৪৩

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে হোসেনপুর উপজেলা পরিষদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

নৌকাবাইচ প্রতিযোগিতায় বড় নৌকায় প্রথম হয়ে বিজয়ী হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার আক্কাছ আলী।

এছাড়াও ছোট নৌকায় প্রথম হয়ে বিজয়ী হয়েছেন মোবারক মেম্বার।

পরে সন্ধ্যায় হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ ও এলইডি টেলিভিশন তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন-নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এম রুহুল কুদ্দুস ভূঞা জনি, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ,এস,এম, জাহিদুর রহমান, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এবারের নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় ময়মনসিংহ, কুলিয়ারচর, নিকলী ও হোসেনপুর উপজেলার ছোট-বড় নানা নামের কুষা, ঘাসি, চিপা ও ময়ুরপঙ্খী নৌকা।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে নদের দু’পাড়ে উৎসুক নারী-পুরুষ, শিশু-বৃদ্ধাসহ লাখো মানুষ ভিড় করেন এবং নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

এবিএন/মো. খায়রুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ