আজকের শিরোনাম :

হোসেনপুরে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১১:০০

কিশোরগঞ্জের হোসেনপুরে ভিক্ষুক পুনর্বাসন উপলক্ষে ভিক্ষকদের মাঝে গবাদিপশু ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম জাহিদুর রহমান।

এতে হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।  

এছাড়া এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একিভূত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এসিসটিভ ডিভাইস বিতরণসহ দিনব্যাপী  বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

এর আগে তিনি হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,কিশোরগঞ্জ এর আয়োজনে ২ কোটি ৪৬ লাখ ১২৫টাকা ব্যায়ে পৌর এলাকায় কিশোরগঞ্জ-হোসেনপুর মাহাসড়কের পাশে অত্যাধুনিক উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

মীম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্ঠান এ নির্মাণ কাজ সম্পন্ন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান, সিনিয়র সহকারী ইঞ্জিনিয়ার মো. মাসুদউ জামান, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ¥ামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়্রাম্যান রওশনারা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মো. মুঞ্জু মিয়া প্রমূখ।

এবিএন/শাফায়েত নাজমুল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ