আজকের শিরোনাম :

বোদায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১০:৩৩

পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রব্যমূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশী পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তার বাজার তদারকিতে ৫ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় জেলা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত বোদা উপজেলার পাঁচপীর বাজার ও বল্লাম হাট বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

জানা যায়, পাঁচপীর ও বল্লাম হাটে দোকানে দ্রব্য মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদ উত্তীন্য পণ্য রাখাসহ সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশী পণ্য বিক্রি করার অপরাধে ওই পাঁচ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর, নিরাপদ খাদ্য ও বোদা থানা পুলিশের একটি টিম ।

এবিএন/ডিজার হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ