আজকের শিরোনাম :

সদরপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১৪:১৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ স্লোগান সামনে নিয়ে আজ রোববার সকাল ১০টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।

ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ ওমর ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মো. ফরিদ আহম্মেদ, ডা. রেজিনা সুলতানা লাইজুসহ অন্যান্য চিকিৎসকগণ।

অফিস সুত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সদরপুরে। এর মধ্যে ৬-১১ মাসের ৩৩২০ ও ১২-৫৯ মাসের ২৩৩৫৯ মোট ২৬৬৭৯ জন শিশু রয়েছে।

২৭টি ওয়ার্ডের মধ্যে স্থায়ী কেন্দ্র ১টি ও অস্থায়ী ২১৬টি টিকাদান কেন্দ্র রয়েছে। ছোটদের নীল রঙের ভিটামিন ‘এ’ ও বড়দের লাল রঙের ১টি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এবিএন/মো. সাব্বির হাসান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ