আজকের শিরোনাম :

বোদায় বাকডোকরা শ্মশান ঘাট ও মন্দির পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১৪:০৯

পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বাকডোকরা শ্মশান ঘাট ও মন্দির পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি।

বন্যায় করতোয়া নদীর সাথে বাকডোকরা শ্মশান ঘাটের অর্ধেক অংশ ভেঙ্গে যাওয়ায় গতকাল শনিবার রেলপথ মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক মোছা. সাবিনা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার মো. ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বাকডোকরা শ্মশান মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র উপস্থিত ছিলেন।

নদী ভাঙ্গন পরিদর্শন কালে মন্ত্রী উপস্থিত এক সুধি সমাবেশে এলাকাবাসীসহ দলীয় নেতাকর্মীদের মাঝে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

নদী ভাঙ্গান রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

এবিএন/মো. লিহাজ উদ্দীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ