আজকের শিরোনাম :

মৌলভীবাজারে ৫০টি স্কুলে সবজি বীজ বিতরণ করলেন ডিসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ১৭:০৩

মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন- 'এক খন্ড জমি যেন অনাবাদি না থাকে'- প্রতিপালনের নিমিত্তে  মৌলভীবাজারের  জেলা প্রশাসক  মীর নাহিদ আহসান এর উদ্যোগে গতকাল ২৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. মামুনুর রশীদ। অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্কুলের খেলার মাঠ ব্যতীত অন্যান্য পতিত জমিতে শিক্ষার্থীদের নিয়ে সবজি চাষ করে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন পালনের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
 

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ