আজকের শিরোনাম :

দাউদকান্দিতে পুলিশের দেয়া চকলেট ও পানি খেয়ে ক্লাসে ফিরলো শিক্ষার্থীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৮, ১৭:৩৯

দাউদকান্দি (কুমিল্লা), ০৪ আগস্ট, এবিনিউজ : পুলিশের দেয়া চকলেট ও পানি খেয়ে ক্লাসে ফিরে গেলেন  কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দেশব্যাপী চলামান এ আন্দোলনের সপ্তম দিনে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল, গাজীপুর, শহিদনগর, গৌরীপুর ও ইলিয়টগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্লে-কার্ড ও ব্যানার নিয়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব আলম,  সিনিয়ার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুন নুর ও সুন্দুলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম উল্লেখিত এলাকায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবীর কথা শুনেন এবং তাদেরকে আসস্থ করেন।

পরে সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে চকলেট ও পানির বোতল তুলে দেন, তা নিয়ে শিক্ষার্থীরা ক্লাশে ফিরে যায়।
 
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ