আজকের শিরোনাম :

লোহাগাড়ায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে বর্ধিত সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪০

বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া শাখার আয়োজনে লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুচ্ছাফা চৌধুরী, এস.এম ইউনুছ এবং নুরুল কবিরের সমর্থনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মডার্ণ কমিউনিটি সেন্টারের হল রুমে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি ও সাংসদ প্রফেসর ড. নদভী'র একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী।

লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী ও  প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদ হোসাইন মেহেদীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ.এম.এ গণি সম্রাট।

বক্তব্য রাখেন লোহাগাড়া সদরের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগরের নৌকার প্রার্থী নুরুল কবির। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এসএম আবদুল জব্বার,লোহাগাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন,সাংসদের সহকারী একান্ত সচিব জাহাঙ্গীর আলম, সাংসদের  ভাগিনা মুহাম্মদ মহি উদ্দিন,পুটিবিলা ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আসম দিদার।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর হাতকে শক্তিশালী করতে নৌকার বিকল্প নেই।

তাই আগামী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উক্ত বর্ধিত সভায় উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।


এবিএন/আলাউদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ