বাউফলে শুদ্ধাচার পুরস্কার পেলেন পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:১৮

শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির বাউফল জোনাল ম্যানেজার একেএম আজাদ।

২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ ঘোষণা করে।

বিষয়টি প্রকাশ হলে বাউফল জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা উচ্ছাস প্রকাশ করে।

এ সংবাদে আজ মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালীর লোহালিয়া, ভুরিয়া, কমলাপুর, দশমিনা, গলাচিপা ও বাউফল জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা একত্রিত হয়ে তার বাউফল অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।

সততা কর্মদক্ষতা স্বচ্ছতা কাজের গুনগত মান সরকারি নিয়ম মেনে জনগনকে নিরবিছিন্ন সেবা ও তার বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষে এ পুরস্কারে ভূষিত করা হয়।
উল্লেখ্য সারা বাংলাদেশে ৭৮ জন কর্মচারীকে ও পুরস্কারে ভূষিত করা হয়।

সম্মাননা হিসাবে সংশ্লিষ্ট মন্ত্রনালয় এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ ও একটি সম্মাননা পত্র আগামী মাসে তার হাতে তুলে দিবেন।

ওই সময় ডিজিএম একেএম আজাদ জানান, এ সম্মাননা জেলায় কর্মরত সকল পল্লীবিদ্যুৎ কর্মকর্তা কর্মচারী ও বাউফলের মানুষের জন্য উৎসর্গ করেছি। তাদের আন্তরিকতা ও সাহায্যের জন্য আজ আমার এ প্রাপ্তি ।

এবিএন/মো. দেলোয়ার হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ