আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭

‘জলাতঙ্ক নির্মূলে টিকাদান, পারস্পারিক সহযোগিতার হাত বাড়ান’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় জুনোটিক ডিজিজ কট্রোল প্রোগ্রাম, সিডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।

গতকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্সরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন পারভীন, ভেটেরিনারি সার্জন ডা. মাহবুব হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিশকাতুল মাসাবীহ্ প্রমুখ।

সভায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পেতে বা প্রতিরোধে কিকি ব্যবস্থা গ্রহণ করা হয় তা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবক, সেবিকা সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।     

এবিএন/গোলাম মুক্তাদির/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ