আজকের শিরোনাম :

শরণখোলায় ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১

শরণখোলার ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শরণখালা প্রেসক্লাবের সামনের সড়কে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি শরণখােলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মােস্তফা শাহিনের কাছে হস্তান্তর করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণের মামলা তদন্তের জন্য পৃথক একটি  সংস্থা এবং দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের দাবিীজানিয়ে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদ, খুলনা পলিট্যাকনিক্যাল ইনিস্ট্রিটিউটের শিক্ষার্থী হৃদয় মৃধা, সাহান সৌখিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলিয়াস।

শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন শরণখালা উপজলা ছাত্রলীগর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম জীবন ও আলভী ।

শিক্ষার্থীরা বলেন, মামলার দীর্ঘসূত্রতা, তদন্তে ধীরগতি এবং স্বাক্ষীর অভাবসহ বিভিন্ন কারনে ধর্ষকদের বিচার দীর্ঘায়ীত হয়। ফলে আদালত আসামীর জামিন দিতে বাধ্য হয়। একারনে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে।

এ ব্যাপারে শরণখােলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মােস্তফা শাহিন জানান, প্রধানম্ত্রী বরাবর শিক্ষার্থীরা একটি স্মারকলিপি আমার কাছে হস্তান্তর করেছে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সেটি প্রধানম্ত্রীর দপ্তরে পাঠানাে হবে।

এবিএন/নজরুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ