আজকের শিরোনাম :

তাজউদ্দীন আহমদের বোন মরিয়ম হেলালের জানাযা সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:২০

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বোন, স্হানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ফুফু বিশিষ্ট শিল্পপতি আলম আহমদ মাতা মরিয়ম হেলালের গতকাল ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা আবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ.....  রাজেউন)

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল ২৮ সেপ্টেম্বর বিকেলে আড়াল মরিয়ম ভিলেজে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

মরহুমা মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি।

জানাযা নামাজ উপস্থিত হয়ে মরহুমা জন্য দোয়া করেন, মোতাহার হোসেন মোল্লা, মুহম্মদ শহীদুল্লাহ, আমানত হোসেন খান, শাহ রিয়াজুর হান্নান, আব্দুর রশিদ সরকার, ডক্টর আব্দুল কাদের হিরণ, মাহাবুবুল করিম, ইকবাল হোসেন ও আলম আহমেদ, আসিফ আহমেদ মুরাদ, হাফিজুল হক চৌধুরী আইয়ুব।

মরহুমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার হাজার হাজার নারী পুরুষ আড়াল দক্ষিণগাও মরিয়ম ভিলেজে ছুটে আসেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন।

বহুগুনে গুনান্নিত এ মহীয়সী এলাকার অসহায়, হতদরিদ্র ও নারী পুরুষ কে সাহায্যে সহযোগিতা করতো বলে আত্মীয়রা জানান।

স্বামীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন মরহুম মরিয়ম হেলালের।

এবিএন/নুরুল আমীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ