আজকের শিরোনাম :

গাইবান্ধায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১৬

বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

‘পর্যটন শিল্প ও গ্রামীন উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল দাইয়ান, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোছা. তাহেরা বানু, সহকারি কমিশনার শাহীন দেলওয়ার, ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্বনয়কারি মো. আব্দুস ছালাম, শিক্ষার্থী মোছা. শাহীফারজানা তাসনীমসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদকি, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যৎ প্রজম্মের জন্য এই শিল্পকে সম্বনিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩টি বিষয়ে প্রতিযোগিদের মধ্যে হতে ১৫জন প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।
 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ