আজকের শিরোনাম :

নানা আয়োজনে কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৯

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৃথক পৃথক ভাবে বিশ্ব পর্যটন দিবস ২০২০ পালিত হয়েছে। ‘‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার কুয়াকাটার বিভিন্ন সংগঠন  আয়োজনে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ পর্যটন কপোর্রেশন, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করেন। এরপর টোয়াক সদস্যরা পর্যটক ও সৈকতের ব্যবসায়িদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমুদ্র সৈকতের বেলাভূমি পরিস্কার-পরিচ্ছন্ন করেন।

 দিবসটি পালনের লক্ষে বাংলাদেশ পর্যটন কপোর্রেশনের মোটেল যুব পান্থ নিবাসের হল রুমে  বেলা ১১ টায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুব পান্থ নিবাসের ব্যবস্থাপক সুভাস চন্দ্র নন্দি।

এসময় বক্তব্য রাখেন মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরির্দশক মো. মিজানুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
 

এবিএন/তুষার হালদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ