আজকের শিরোনাম :

নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:২২

একটানা ৭ দিনের ভারী বৃষ্টিপাতে নীলফামারী জেলার  বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুবে গেছে নি¤œাঞ্চলের ফসলি জমি ও বাসা-বাড়ী।

এছাড়া ভারী বর্ষনে তিস্তা, বুড়ি তিস্তা, খড়খড়িয়া, চারালকাটা, ধাইজান, শালকী নদীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

সাতদিনের ভারী বৃষ্টিপাতে নীলফামারী পৌর এলাকার বাবুপাড়া, প্রগতিপাড়া, সওদাগরপাড়া, কলেজপাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ওইসব এলাকার বাসিন্দারা জানায় পানি নিস্কাশনের ড্রেনে ময়লা জমে থাকার কারণে বৃষ্টির পানি বের হতে পারছে না। এতে করে জলবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়ীতে পানি উঠেছে। ডুবে গেছে রাস্তাঘাট। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে।

প্রগতিপাড়ার বাসিন্দা মুহাম্মদ আব্দুল্যাহ বলেন একটু বৃষ্টির হলেই প্রগতিপাড়া হয়ে বাজার যাওয়ার সড়কটি ডুবে যায়। এ সময় চরম ভোগান্তিতে পড়তে হয় এই পাড়ার লোকজনকে।

ডোমার উপজেলায় ভারী বৃষ্টিপাতের দরুন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসল, বাড়ী ডুবে গেছে। ভারী বৃষ্টিপাতের দরুন মানুষজন কাজে যেতে না পেরে নিদারুন কষ্টে দিন যাপন করছে।

হোটেল ব্যবসায়ী রকি জানান, অতি বৃষ্টির কারনে মানুষজন বাজারে আসতে না পারায় বিক্রি শুন্যের কোটায় নেমেছে।

এদিকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে  শনিবার দুপুর থেকে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এবিএন/মো. আব্দুল্লাহ আল মামুন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ