আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলের সিন্দুরখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:১৫

'একটি গ্রাম একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুখান ইউনিয়নের সিন্দুরখান বাজারে বিটপুলিশিং ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ড. কমলাপদ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।  

এছাড়াও উপস্হিত ছিলেন এসআই মো. ইউসুফ, এসআই মুহাম্মদ আসাদুর রহমান ও  এএসআই নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন,  পুলিশ সুপার  ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে শ্রীমঙ্গল থানা এলাকায় প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অনেক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক দেশের যুব সমাজকে মাদকের মরণ ফাঁদ থেকে নিজেদের দূরে রাখার জন্য পরামর্শ প্রদান করেন।

মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে সহায়তা করার জন্যও তিনি বিশেষভাবে অনুরোধ জানান এবং তথ্য প্রদানকারীদের নাম ঠিকানা গোপন রাখার আশ্বাস প্রদান করেন।

এবিএন/আতাউর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ