আজকের শিরোনাম :

লালমনিরহাটের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন পানিসম্পদ প্রতিমন্ত্রীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৭

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক লালমনিরহাটের আদিতমারী এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। আজ শনিবার দুপুরে তিনি নৌকা যোগে ঘুরে ঘুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

একই সময় জেলার হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকায় তিস্তা নদীর স্থায়ী বাঁধ নির্মাণসহ নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী হাতীবান্ধা উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র নেতারা। ওই মানব বন্ধনে এবি পার্টির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অব.) আব্দুল ওহাব উপস্থিত ছিলেন।

তবে মানববন্ধনে পুলিশী বাঁধা পেয়েছে এমন অভিযোগ এবি পার্টির নেতা এরশাদ হোসেন সাজু করলেও হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ভুক্তভোগী হাতীবান্ধা উপজেলাবাসীর ব্যানারে একটি মানববন্ধন হয়েছে। সেখানে পুলিশ বাঁধা দেয়নি।

এদিকে নৌকা যোগে নদী ভাঙন এলাকাগুলো ঘুরে ঘুরে দেখেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় নদীর বাম তীরে ক্ষতিগ্রস্থ হাজারো মানুষ ব্যানার ফেষ্টুন নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে তিস্তা নদীর স্থায়ী সমাধান দাবি করেন। নৌকা থেকে নেমে এসব মানুষকে বাঁধ নির্মানের আশ্বাস দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

এর আগে মন্ত্রী কুড়িগ্রাম হয়ে লালমনিরহাটে প্রবেশ করেন। সকালে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।

হাতীবান্ধার মানববন্ধন কর্মসুচী শেষে এবি পার্টির আয়োজনে হাতীবান্ধায় চিকিৎসা সেবা ও নদী ভাঙ্গন পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় এবি পার্টির সিনিয়র সহযোগী সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ও জেলা এবি পার্টির আহবায়ক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
 

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ