আজকের শিরোনাম :

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একসেস কন্ট্রোল সিস্টেম চালু, যাত্রীদের সন্তুষ্টি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একসেস কন্ট্রোল সিস্টেম চালুর পর থেকে এর সুফল পেতে শুরু করেছেন যাত্রীরা। এ পদ্ধতির ফলে স্টেশনে আগের চেয়ে ভিড় কমেছে।

গত ১০ সেপ্টেম্বর থেকে বিমানবন্দর স্টেশনে একসেস কন্ট্রোল সিস্টেম চালু হয়। এ সিস্টেম চালুর পর থেকে স্টেশনে কোনো যাত্রী আর টিকিট ছাড়া প্রবেশ করতে পারতে পারছেন না। 

সরেজমিনে দেখা গেছে, স্টেশনের প্রবেশদ্বারে রেলওয়ে কর্মচারীরা প্রতিটি যাত্রীর টিকিট চেক করে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। টিকিট ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। 

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তপু নামে এক যাত্রী বলেন, আগে বিমানবন্দর স্টেশনে প্রচুর ভিড় লেগে থাকতো। হকারসহ না মানুষ কারণে অকারণে ভিড় জমতো। একসেস কন্ট্রোল সিস্টেম চালুর পর এখন স্টেশনে তেমন ভিড় নেই।

এ প্রসঙ্গে গেটে দায়িত্বরত রেলওয়ের এক কর্মচারী বলেন, আমরা টিকিট ছাড়া স্টেশনের ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না। এতে স্টেশনে আগের মতো ভিড় নেই, স্টেশনও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। এর ফলে যাত্রীরাও সন্তুষ্ট।


এবিএন/ইমরান/জসিম/এসই   

এই বিভাগের আরো সংবাদ