আজকের শিরোনাম :

চাঁদপুরে হ্যাকিং প্রতারক চক্রের ৩ সদস্য আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

আটক হওয়া হ্যাকিং চক্রের তিন সদস্য
চাঁদপুরের হাজীগঞ্জে অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১ এর একটি বিশেষ টিম।

বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার আলীগঞ্জ কংগাইশ গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাব কুমিল্লা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 
আটকরা হলেন, কংগাইশ গ্রামের জাকির হোসেন বেপারীর ছেলে শাহাদাৎ হোসেন শিহাব, মনিরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম ও আবুল হোসেনের ছেলে মাহবুবুল আলম আবির। ওই সময় অনলাইন হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও চেক বই উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সংগৃহীত ২ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার র‌্যাবের কুমিল্লা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পে করা, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পেমেন্ট ডিসকাউন্ট করে প্রতারণা করে আসছিলো। তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় মামলা হয়েছে।


এবিএন/ইমরান/জসিম/এসই   

এই বিভাগের আরো সংবাদ