আজকের শিরোনাম :

হোসেনপুরে কৃষকদের শাক ও সবজি বীজ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৪

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৪ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার শাক ও সবজি বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে এ বীজ বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। খরিপ-২/ ২০২০-২১ মৌসুমে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শাক ও সবজি বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.ইমরুল কায়েস এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ। এ সময় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ