আজকের শিরোনাম :

পাবনার বেড়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৩

পাবনার বেড়ায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আ.লতিফ মোল্লা (৩১) নামের এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের মিছলী মোল্লার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,আ.লতিফ প্রতিদিনের ন্যায় আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে তার তৃতীয় শ্রেণীর পড়–য়া মেয়েকে স্থানীয় একটি মক্তবে পৌঁছে দিয়ে ফেরার পথে পুরান মাসুমদিয়া রেল ক্রসিং পার হওয়ার সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ধাক্কা দিলে এ মম্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে ১৯ সেপ্টেম্বর উপজেলার নান্দিয়ারা রেল ক্রসিং এলাকায় স্থানীয় মৃত মসলিম সরদ্দারের স্ত্রী গোলেজান বেগম (৭৫) নামে এক বৃদ্ধা এই ঢালারচর এক্সপ্রেসের ধাক্কায় মারা যায়।

স্থানীয়রা অভিযোগ করেন,রেল গেট এলাকায় সিগন্যাল ম্যান না থাকায় এ ধরনের দুর্ঘটনা হচ্ছে। তারা দ্রুত প্রত্যেকটি রেল ক্রসিং-এ সিগন্যাল ম্যান দেওয়া হউক।
 

এবিএন/নির্মল সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ