আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে কিশোরীদের পুষ্টি বিষয়ে দু'দিনের প্রশিক্ষন সমাপ্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:০২

শ্রীমঙ্গলে কিশোরীদের পুষ্টি বিষয়ে দু'দিনের প্রশিক্ষন কর্মশালা গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। 

সিএনআরএস-সূচনা কর্মসুচির উদ্যোগে শ্রীমঙ্গল সূচনা অফিসে দু'দিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন সুচনা কর্মসুচির  নিউট্রিশন কর্মকর্তা  মুমতাহিনা এবং সুচনা  প্রকল্পের এফএফ  ঝর্না আক্তার। এই প্রশিক্ষনে পুষ্টি, অপুষ্টি, প্রজনন স্বাস্থ্য, হাত ধোয়া ও খাবারের বৈচিত্র্য সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেয়া হয়।

এছাড়াও  উপস্থিত ছিলেন সিএনআরএস-সূচনা প্রকল্পের আইপিপিসি  আনিসুর রহমান টিটু, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প সমন্বয়কারী  মোস্তফা হায়দার মিলন, সেইভ দা চিল্ড্রেন এর এডোলেসেন্ট সিনিয়র ম্যানেজার  শারমিন সুলতানা ও টেকনিক্যাল ম্যানেজার (নিউট্রিশন)  ফাতেমা কানিজ।

 

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/অসীম রায়

এই বিভাগের আরো সংবাদ