আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে জীবন দক্ষতা বিষয়ক তিনদিনব্যাপি মৌলিক প্রশিক্ষন সমাপ্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:২৮ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:০৭

কিশোরী পিয়ার লিডারদের তিনদিনব্যাপি  'জীবন দক্ষতা বিষয়ক মৌলিক প্রশিক্ষন' গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হযেছে।

সিএনআরএস-সূচনার প্রকল্পের উদ্যোগে শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটির উদ্বোধন করেন শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান  ভানু লাল রায়। প্রশিক্ষণটি পরিচালনা করেন সুচনা প্রকল্পের গভর্ন্যন্স এণ্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার রমানাথ রায় এবং ইউনিয়ন কো-অর্ডিনেটর শ্যামল কান্তি বৈদ্য। 

এই প্রশিক্ষণের তৃতীয় দিনে শ্রীমঙ্গল উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার সামগ্রিক কৈশোরী স্বাস্থ্য, পুষ্টি, লক্ষ্য, স্বপ্ন, বাল্যবিবাহ, জেন্ডার বৈষম্য, উচ্চাকাঙ্ক্ষা এবং জীবন দক্ষতার উপর সামগ্রিক আলোচনা করেন।

তিনি সকল কিশোর-কিশোরীকে তার অফিস থেকে যে কোনও প্রকার সহায়তা দেওয়ার আশ্বাস দেন। কিশোরী পিয়ার লিডারদের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক সূচনা প্রকল্প হতে ব্যাগ বিতরণ করেনএছাড়াও উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোস্তফা হায়দার মিলন, মনিটরিং অফিসার চৌধুরী আমির হামজা, ইউনিয়ন সমন্বয়কারী মমতা দাস।তিনদিনব্যাপি প্রশিক্ষনে ১৮ জন কিশোরী পিয়ার লিডার অংশগহন করেন।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/অসীম রায়

এই বিভাগের আরো সংবাদ