আজকের শিরোনাম :

কাপাসিয়ায় বিলুপ্ত প্রজাতির লাউডগা সাপ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১

গাজীপুরের কাপাসিয়ায় বিলুপ্ত প্রায় লাউডগা সাপ উদ্ধার করা হয়েছে।

আসাদুজ্জামান নামে স্থানীয় এক ব্যক্তি উপজেলার পাঁচুয়া গ্রামে থেকে সোমবার সকালে এ সাপটি উদ্ধার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচুয়ার জিয়াউর রহমানের দুই ঘরের পাতার মাঝে সাপটি খেলা করছিল। খবর পেয়ে আসাদুজ্জামান ছুটে এসে বিভিন্ন কলাকৌশলে  সাপটি ধরেছে। সাপুড়ে না হলেও সে প্রায়  সময়ই গ্রামের বিভিন্ন সাপ ধরে থাকেন। এখন সাপটি একটি ব্যাগের ভিতরে আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। কেউ বলছেন এটি লাউলগা সাপ আবার কেউ বলছে সবুজ বেড়া সাপ। তবে নাম নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

এ ব্যাপারে আসাদুজ্জামান বলেন, এ ধরনের সাপ খুব কমই দেখা যায়। সাপটির শরীর লিকলিক চিকন, গায়ের রং সবুজ। দেহ মসৃণ আঁশ দিয়ে ঢাকা। দেহের নিচের অংশ হালকা হলদে বা সাদাটে রঙের। এ ধরনের সাপ পাহাড়ি জঙ্গল ও মিশ্র চিরসবুজ বনে পাওয়া যায়। এরা গাছে বেশি চলাফেরা করে। উদ্ধার করা সাপটির দৈর্ঘ্য তিন ফিটের মতো হবে। লাউ গাছের ডগায় এ সাপ পেঁচিয়ে থাকলে বুঝারই উপায় নেই যে, এখানে সাপ আছে। তবে এরা খুব শান্ত। তবুও আমি সাপটি ধরে এর বিষ দাঁত ভেঙে দিয়েছি।

এদিকে বিলুপ্ত প্রায় উদ্ধার করা সাপটি দেখতে লোকজন ভিড় করছে।

এবিএন/নূরুল আমীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ