আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন ওসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:১৩

শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করতে সবার সহযোগীতা চাইলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মো. আব্দুছ ছালেক। তিনি গতকাল রবিবার শ্রীমঙ্গল থানার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন। এটি হুবহু তুলে ধরেছেন আমাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আতাউর রহমান কাজল।

প্রিয় শ্রীমঙ্গলবাসী,  দুরারোগ্য ব্যাধির মত মাদক আমাদের দেশের তরুন সমাজের একটা অংশকে গ্রাস করার চেষ্টা করছে। যে তরুন যুবশক্তি একটি দেশের প্রাণ-মেরুদন্ড, মাদকের ছোবলে সেই মেরুদন্ড হুমকির মুখে পরার সম্ভাবনা দেখা দিয়েছে। 

সম্প্রতি বাংলাদেশ পুলিশের মান্যবর আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম (বার) মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশের জনগনকে একটি মাদকমুক্ত বাংলাদেশ উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

মাদকের বিরুদ্ধে মাননীয় আইজিপি স্যারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় শ্রীমঙ্গল থানা পুলিশও বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে শ্রীমঙ্গল থানাকে মাদক মুক্ত ঘোষণা করতে শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ হতে ইতিমধ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রনয়ন ও গ্রহণ করছে এবং সেই সাথে বিভিন্ন মাদক বিরোধী সভা-সমাবেশ ও অভিযান অব্যাহত রয়েছে। 

এমতাবস্তায় শ্রীমঙ্গলবাসীর সম্মানিত সুধীজনের নিকট বিনীত অনুরোধ, দেশের বৃহৎ স্বার্থে এবং সম্ভাবনায় তরুন প্রজন্মকে বাঁচাতে প্রত্যেক এলাকার মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি,তাদের আশ্রয়দাতাসহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে সহযোগীতা করার আহ্বান জানাচ্ছি। দেশের বৃহৎ স্বার্থে আপনাদের সহযোগীতা শ্রীমঙ্গল থানা পুলিশ  তথা বাংলাদেশ পুলিশ বাহিনী কৃতজ্ঞতার সহিত স্মরন রাখবে।

পাশাপাশি তথ্য প্রদানকারী ব্যক্তিবর্গের পরিচয় শতভাগ গোপন থাকবে। আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় শ্রীমঙ্গল থানা এলাকাকে অচিরেই মাদক মুক্ত করব ইনশাল্লাহ।

 

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/অসীম রায়

এই বিভাগের আরো সংবাদ