আজকের শিরোনাম :

আশাশুনিতে নির্যাতন ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৪

স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের দাবি করায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

মামলার বাদী স্ত্রী খাদিজা খাতুন জানান, আশাশুনি উপজেলার বেউলা গ্রামের নুরুল ইসলাম ও জামিলা খাতুনের মেয়ে খাদিজা খাতুনের সাথে একই উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের আকরাম আলীর ছেলে তুহিন আলমের সাথে বিবাহ হয়।

বিবাহের পর থেকে স্বামী তুহিন তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে।

আদালতে দায়েরকৃত পিটিশন মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন স্বামী তুহিন আলম যৌতুকের জন্য স্ত্রী খাদিজাকে দরজার হাক দিয়ে বেদম মারপিট করে। একপর্যায়ে খাদিজা মারাত্মক আহত হলে তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার।

পরে আহত খাদিজা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আদালতে ২৯১/২০১৯ নং পিটিশন মামলা দায়ের করে।

বিজ্ঞ আদালত মামলাটি পর্যালোচনা করে আশাশুনি থানাকে মামলা রেকর্ড করতে নির্দেশ এবং ঘটনার তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ প্রদান করেন।

স্বামী তুহিন আলম নিজেকে নির্দোষ দাবি করে আদালতে হাজিরা দিতে গেলে তার বেল আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।  

এবিএন/জি এম মুজিবুর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ