আজকের শিরোনাম :

কোটচাঁদপুরে দুই কিলোমিটার রাস্তায় তালের বীজ রোপণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩

দুই কিলোমিটার তালের বীজ রোপণ করেছেন সামাজিক সংগঠন অনিবার্ণ।

শনিবার তালসার-কুশনা সড়কে এ কার্যক্রম চালান সংগঠনটি।

সংগঠনের সদস্য আকিমুল ইসলাম জানান,গেল ২০১০ সালে এ সংগঠনটি চলতে শুরু করে। অনেক চড়াই-উত্তোরাই পেরিয়ে সংগঠনটি তাঁর নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। এ সংগঠনটি সমাজের মানুষের জন্য কিছু করার ব্রত নিয়ে গঠিত হয়েছে।

ইতোমধ্যে সংগঠনটির পক্ষ থেকে দেয়া হয়েছে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা, করোনাকালীন সময়ে সংগঠনটি দরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছেন সাধ্যমত সহায়তা,করেছেন বৃক্ষরোপন কার্যক্রম, রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পও করেছেন তারা।

সর্বশেষ তালসার গ্রামের নামকে স্মৃতিতে ধরে রাখতে শনিবার বপন করা হয় তালের বীজ। এর উদ্যেশের বর্ণনা দিতে গিয়ে আকিমুল বলেন, এ গাছ বড় হয়ে আমাদের ছায়া দিবে,সুন্দর্য বৃদ্ধি করবে,বর্জ্য পাতের মত প্রকৃতিক দুঃযোগ থেকে রক্ষা করবে।

তিনি বলেন, এ সংগঠনটি সামনের দিনে মানুষের পাশে থেকে আরো ভাল ভাল কাজ করতে চাই। শনিবার এ কমসূচী শুরু হয় তালসার বাজার থেকে। যা শেষ হয় কুশনা বাজারে গিয়ে।

তালের বীজ রোপণের উপস্থিত ছিলেন কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসাহক আলী, তালসার কাম্পের কাম্প ইনচার্জ মাসুদ রানা ও এ এস আই মনোজ কুমার।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পারভেজ হোসেন, অসীম কুমার, ইরফান আহম্মেদ, ইমামুল ইসলাম, বিল্লাল হোসেন, শাওন আহম্মেদ, অনিক হালদার, নয়ন পাঠান, শ্যামল কুমার, সোহাগ দত্ত, বিপুল দত্ত ও মাসুদ রানা।

এবিএন/সুব্রত সরকার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ