আজকের শিরোনাম :

ছাতক থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:১০

ছাতক থানার নবাগত ওসি আহাম্মদ সনজুর মোরশেদ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে নবাগত ওসির কক্ষে সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় নবাগত ওসি আইন শৃঙ্খলা আরও উন্নতির লক্ষ্যে সন্ত্রাস, চুরি-ডাকাতি, মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধ দমনে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চান।

সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য নাজমুল ইসলাম, হেলাল আহমদ, মোশাহিদ আলী প্রমূখ।
এ দিকে এর আগে দুপুরে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রেসক্লাবের রোকেয়া ম্যানশনস্থ কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য নাজমুল ইসলাম, হেলাল আহমদ, মোশাহিদ আলীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।  

সভায় চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে দেশের প্রথম মৃত্যুবরণকারি চিকিৎসক ছাতকের কৃতি সন্তান শহীদ ডা. মঈন উদ্দিন, সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক সদ্য প্রয়াত আবেদ মাহমুদ চৌধুরী ও ছাতক প্রেসক্লাব সদস্য নাজমুল ইসলামের পিতা সদ্য প্রয়াত আবুল হাশেমের আকস্মিক মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

এবিএন/হেলাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ