আজকের শিরোনাম :

নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের রাস্তার বেহাল দশা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:১২

কিশোরগঞ্জ নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভিতরের রাস্তাগুলো একেবারে নাজেহাল অবস্থা। যেখানে সারা বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে সেখানে নিকলী উপজেলা বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাটগুলো একেবারে বেহাল দশা।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত থাকায় নিকলী উপজেলা ৩নং কারপাশা ইউনিয়নের এমন অনেক রাস্তা আছে যেখানে উন্নয়নের কোন ছুয়া লাগেনি। কারপাশা ইউনিয়নের ২য় ওয়ার্ডের নানশ্রী বাঘুয়াখালির রাস্তাটি একেবারে কাঁচামাটির রাস্তা। ঐ রাস্তাটি মহামান্য আব্দুল হামিদ সড়ক থেকে প্রায় ২ কিলোমিটার একেবারে কাদামাটির রাস্তা। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ৪/৫ হাজার মানুষের যাতায়েত। বাঘুয়াখালির রাস্তাটি দিয়ে প্রতিদিন কোমলমতি শিশু স্কুলে যায়, গ্রামের কৃষক তাদের জমির ফসল নিয়ে তাদের নিজ গৃহে ফিরে, একটু বৃষ্টি হলেই কাদামাটিতে আর চলাফেরার কোন পথ থাকে না।

মহামান্য আব্দুল হামিদ সড়ক থেকে এর সংযোগ স্থল এদিকে কারপাশা ইউনিয়নের জালালপুর, সহরমূল, গৌরিপুর, বদরপুর, মজলিশপুরসহ ৯টি ওয়ার্ডের প্রায় সবকটি রাস্তার একই অবস্থা। মজলিশপুরে অবস্থিত নিকলী উপজেলার পুরোনা দুইটি মাজার শরীফ। পাহাড় খানের মাজার, মামুদ জানের মাজার শরীফ। পাহাড় খানের মাজারে যাওয়ার কোন রাস্তা নাই। পাহাড় খানের মাজারে যাওয়ার জন্য তার ভক্ত আশেকানদের দাবি মজলিশপুর মামুদ জানের মাজারে যাওয়ার রাস্তা আছে কিন্তু মাটির রাস্তা। একটু বৃষ্টি হলেই চলাফেরা করতে সমস্যা হয় জনজীবনে।

এদিকে মজলিশপুর বাজারের রাস্তা, হাবিব নগরের রাস্তা, আতকা পাড়ার রাস্তা, বড়হাটিসহ বিভিন্ন রাস্তা উন্নয়ন হলে এলাকাবাসী খুবই উপকৃত হবে।

এ বিষয়ে ৩নং কারপাশা ইউনিয়নের চেয়ারম্যান তাকি আমান খান এ প্রতিনিধিকে বলেন, আমাদের কারপাশা ইউনিয়নের দিকে মাননীয় সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন সাহেব এর সুদৃষ্টি আছে। আমরা খুব তাড়াতাড়ি এসব রাস্তা মেরামত করার ব্যবস্থা করব।

এবিএন/জয়দেব আচার্য/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ