আজকের শিরোনাম :

লোহাগাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪

লোহাগাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ রাখার দায়ে ১০ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

জানা যায়, উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে অভিযান চালিয়ে ইলেক্ট্রিসিটি-১, ১৯১০ সনের ৩৯ ধারায় অবৈধভাবে পার্শ্ব সংযোগ দেওয়ার অপরাধে ১০ জনকে ১ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মো. সরওয়ার জাহান, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর আব্দুস সালম, (এইসি) মো. ইব্রাহিম ইমন, (এজেই) মো. নুরুচ্ছৃপা চৌধুরী, ভূমি অফিসের সার্ভেয়ার শিশির চাকমা, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, ভুমি অফিসের নয়ন দাশসহ প্রমূখ।


এবিএন/আলাউদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ