আজকের শিরোনাম :

দীঘিনালায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর আর্থিক অনুদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৩:১০

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা জোনে উদ্যোগে এলাকার অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জোন সদরে অনুদান তুলে দেন, দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মো. মোহাম্মদ সাকিব হোসেন।

এ সময় প্রতি শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা হারে তিন জনের মাঝে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

অনুদান হাতে পেয়ে উপজেলার মেরুং ইউনিয়নের জহিরুল ইসলাম জানান, আর্থিক সংকটের কারণে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারিনি। পরে জোনে সহায়তার জন্যে আবেদন করি। অনুদান পেয়ে খুবই ভালো লাগছে।

পশ্চিম কাঠালতলী প্রামের মঙ্গল কান্তি চাকমা জানান, টাকার অভাবে বই কিনে দিতে পারেনি বাবা। এখন জোনের সহায়তায় পেয়েছি। বই কিনতে পারবো।

দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, সেনাবাহিনী সব সময় অসহায় দারিদ্র্যপিড়ীত মানুষের পাশে সব সময় ছিলো, থাকবে।

এ রকম আর্থিক অনুদান দীঘিনালার জোন পূর্বেও করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও আর্থিক অনুদান প্রদান অব্যাহত থাকবে।

এবিএন/চাইথোয়াই মারমা/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ