আজকের শিরোনাম :

তেঁতুলিয়ায় সীমান্তে আটককৃত গরু মালিকের কাছে হস্তান্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় গরু সন্দেহে আটকের পর স্থানীয় বাংলাদেশী নাগরিকদের প্রতিয়মান হওয়ায় মুচলেকা গ্রহণপূর্বক ৮৬টি গরু স্ব স্ব মালিকের কাছে হন্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১৮) সদস্যরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি।

বিজ্ঞোপ্তি সূত্রে জানা যায়, গত ( ৮ সেপ্টেম্বর) মঙ্গলবারসন্ধ্যার পরে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনস্থ ভূতিপুকুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে মোট ৮৬টি গরু বাংলাদেশে আসে। এবং বিজিবি টহল দল গরুগুলি আন্তর্জাতিক সীমানার নিকট হতে আটক করে।

পরবর্তীতে মাঠ পর্যায়ে তদন্ত করে দেখা যায় যে, গরুগুলির প্রকৃত মালিক বাংলাদেশী নাগরিক। জানা গেছে, গরুগুলি দিনের বেলায় ঘাস খেতে খেতে ভারতের সীমানা অতিক্রম করে এবং পরবর্তীতে গরুর মালিকদেরকে চিহ্নিত শেষে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ভজনপুর ইউপি চেয়ারম্যান মোকছেদ আলী এর উপস্থিতিতে ভবিষ্যতে গরুগুলি যাতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম না করে সে ব্যাপারে চেয়ারম্যান এবং গরুর মালিকদের নিকট হতে মুচলেকা গ্রহণপুর্বক স্ব স্ব গরুর মালিকের নিকট গরুগুলি হন্তান্তর করা হয়।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/অসীম রায় 

এই বিভাগের আরো সংবাদ