আজকের শিরোনাম :

বালিয়াডাঙ্গীতে অনলাইনে স্কুলের উদ্বোধন ও মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৭ | আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭

আজ বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উদ্যোগে  বালিয়াডাঙ্গীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গণের সাথে মতবিনিময় ও বালিয়াডাঙ্গী অনলাইন স্কুলের আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে  প্রধান অতিথিহিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান  বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যানোদের বক্তব্য রাখ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মমতা হেনা, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.টিএম মাহবুবর রহমানের ব্যবস্থাপনায় লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,হলদীবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হক,লাহিড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল হক ও লাহিড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান  প্রমুখ।

অনলাইন স্কুল উদ্বোধনের সময় প্রধান অতিথি আলী আসলাম জুয়েল তার বক্তব্যে বলেন,এ অনলাইন স্কুলটি আরো আগে চালু করা উচিত ছিল বলে মন্তব্য করেন।তিনি বলেন অনেক দেরি হয়ে গেল।আরো আগে এটি করলে ছাত্র ছাত্রীরা উপকৃত হত। মতবিনিময় ও অনলাইন স্কুল উদ্বোধনের পূর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাধ্যমিক স্কুল ও মাদরাসা প্রধান শিক্ষকগণ।

এবিএন/মো: রমজান আলী/জসিম/অসীম রায়  

এই বিভাগের আরো সংবাদ