আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ মেলা উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ১৯:৫২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ৩১ জুলাই, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃর্ক ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮ উদ্বোধন করেছেন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অথিদপ্তর আয়োজনে উপজেলা চত্তরে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাফিউল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্যও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান কে. এম. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, বাংলাদেশ কৃষক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তাফিজুর রহমান মকু, মহিমাগঞ্জ ইউপি’র চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

আরো উপস্থিত ছিলেন দরবস্ত ইউপি’র চেয়ারম্যান আ. র. ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা কৃষি অফিসার ছাহেরা বানুসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলায় উন্নতমানের ফলদ বৃক্ষ চারার ১২টি স্টল রয়েছে।

এবিএন/তাজুল ইসলাম/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ