আজকের শিরোনাম :

তালায় ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ১৯:০০

তালা, ৩১ জুলাই, এবিনিউজ : সাতক্ষীরার তালায় চটের বস্তায় ধান চাল না রেখে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে তিন চাতাল মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ প্রদান করেন।

জানা যায়, তালা বাজারের গাজী শফিকুল ইসলাম, খন্দকার মোজায়েম হোসেন রজ্ঞু ও কাজী গাউসুল হক মারুফ এর চাউল মিলে চটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে তালা উপজেলা নির্বাহী আফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন মঙ্গলবার দুপুরে উপস্থিত হয়ে তিন চাতাল মিল মালিককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল  বিষয়টি নিশ্চিত করেছেন।


এবিএন/সেলিম হায়দার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ