ফুলছড়িতে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ১৭:২৭

গাইবান্ধা, ৩১ জুলাই, এবিনিউজ : গাইবান্ধার ফুলছড়িতে বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলার নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, পিটিআই সুপারিনটেনডেন্ট মোছাম্মৎ শামছিয়া আকতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, স্বপ্না বেগম, মজিদুল হক মাসুদ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, অশ্বিনী কুমার বর্মন, সোলায়মান হোসেন ফুলমিয়া প্রমূখ।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ