আজকের শিরোনাম :

সাপাহারে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ১৬:১২

সাপাহার (নওগাঁ) , ৩১ জুলাই, এবিনিউজ : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহার থানার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রুদ্ধা নিবেদনে বৃক্ষ রুপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

জেলা পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিশ্চিন্তপুর-দিঘীরহাট সড়কে বৃক্ষ রোপন করে কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল আলম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিউল আলম, শিক্ষানবিশ  সহকারী পুলিশ সুপার সুরাইয়া, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, মিরাক্কেল চাম্পিয়ন তানভির সরকার প্রমুখ।

এ সময় সেখানে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সূধীজন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জানান, সাপাহার উপজেলার বিভিন্ন সড়কে ৩০০ গাছ (ফলজ, বনজ ও ঔষধী) রোপন করা হবে। 

এবিএন/নয়ন বাবু/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ