আজকের শিরোনাম :

বদলগাছীতে রোগীদের মাঝে সরকারি অনুদান বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৬ | আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫১

নওগাঁর বদলগাছীতে গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদ হলরুমে চেক বিতরণ করা হয়।

২০১৯-২০ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জটিল আক্রান্ত ৪৩ জন রুগির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির নিজ উদ্যোগে উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলামকে উপজেলার জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত ব্যক্তিদের তালিকা তৈরীর পরামর্শ দেন।

সমাজসেবা অফিসার তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির এর সাথে পরামর্শ করে প্রধানমন্ত্রী বরাবর তালিকা প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় ক্যানসার, হার্ট, কিডনি, থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান চেক হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির বলেন ক্যানসার, হার্ট, কিডনি, থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের তালিকা প্রেরন করা হয়েছিল।

তালিকা অনুযায়ী দুবারে ৪৩ জনের নামে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, প্রেসক্লাব বদলগাছীর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে মওলা প্রমূখ।

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ