আজকের শিরোনাম :

তেঁতুলিয়ায় ‘জাগ্রত তেঁতুলিয়ার’ দ্বিতীয় বর্ষপূর্তি পালন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০২

পঞ্চগড় থেকে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া অসুস্থ রোগীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে ‘জাগ্রত তেঁতুলিয়া’। দেশের সর্বউত্তরের সীমান্ত বেষ্টিত এই জেলার রোগীদের স্বাস্থ্য সেবায় নতুন নতুন উদ্যোগ নেবে সংগঠনটি।

টেলিমেডিসিন, নিয়মিত হ্যাল্থ ক্যাম্প পরিচালনা এবং অসহায় রোগীদের নানা ধরনের স্বাস্থ্য সেবা দিবে সংগঠনটি।

এমন প্রতিশ্রুতি নিয়ে তারুণ্যদীপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত তেঁতুলিয়ার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তেঁতুলিয়া ডাকবাংলোয় কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।

আলোচনা সভায় এসব কর্মসূচি ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।   

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, সমাজসেবক শাহাদত হোসেন রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, শিশু স্বর্গের পরিচালক কবীর আকন্দ, জাগ্রত তেঁতুলিয়ার সদস্য ফেরদৌস আলম লিটন, আতিকুজ্জামান শাকিল, মাসুদ রানা, ডিজার হোসেন বাদশা, সরকার হায়দার, মোবারক হোসেন, এসকে দোয়েল, আশরাফুল ইসলাম, হুমায়ুন কবির, আতাউর রহমান মানিক, আহসান হাবিব, রবিউল ইসলাম রতন, আনোয়ার হোসেন, আব্দুর রহমান, সাবিহা ফেরদৌস উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর সামাজিক অবক্ষয় রোধসহ বিভিন্ন সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনার মূলমন্ত্র নিয়ে তেঁতুলিয়ার কিছু উদ্যোমী তরুণদের নিয়ে ‘জাগ্রত তেঁতুলিয়া’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন দৈনিক কালের কণ্ঠের সহ-সম্পাদক আতাউর রহমান কাবুল।  

সংগঠনটি গত দুই বছরে হাজার হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন।

তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলা বোমা মেশিন বন্ধে সোচ্চার ভূমিকা পালন করে সংগঠনটি।

আগামী দিনেও সামাজিক অবক্ষয় রোধসহ ভালো ভালো কাজে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার এই সংগঠনের কর্মীদের।

এবিএন/ডিজার হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ