আজকের শিরোনাম :

পেকুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র আহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ১৪:০৮

চকরিয়া (কক্সবাজার), ৩১ জুলাই, এবিনিউজ : বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় রায়হান ছিদ্দিকী (৭) নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছে কক্সবাজারের পেকুয়ায়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্র রায়হান ছিদ্দিকী পেকুয়া উপজেলার বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ২নং ওয়ার্ডস্থ পাহাড়িয়াখালী এলাকার জাকের হোসেনের ছেলে।

আহতের বাবা জাকের হোসেন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় রায়হান। পায়ে হেঁটে স্কুলের যাওয়ার সময় একটি দ্রুতগামির মোটরসাইকেল রায়হানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রায়হান মাটিতে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুত্বর হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাকে উচ্চ চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেছেন।

তিনি আরো বলেন, বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রায়হান। সে এখনো অজ্ঞান রয়েছে। মাথায় গুরুত্বর আঘাত লেগেছে।

এ ব্যাপারে জানতে চাইলে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এ ধরনের কোন ঘটনার খবর পায়নি। খবর নিয়ে দেখছি।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ