আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৭

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেণির স্কুল ছাত্রী। এ বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।  ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বেলকুচি উপজেলার বড়সগুনা গ্রামে কনের নানার বাড়ীতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

তখন কনের নানার বাড়ীতে উল্লাপাড়া উপজেলার রাঘববাড়ীয়া গ্রামের ৯ম শ্রেণীর ছাত্রীর (১৫) সাথে বড়সগুনা গ্রামের রেলওয়ে কর্মীর (২৫) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করে কনের নানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে কনের মায়ের কাছ থেকে  কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়। এ সময় ইউপি সদস্য রানা ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ