আজকের শিরোনাম :

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৩

ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে।

গুরুতর আহত ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরখুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ ও তার চাচাতো ভাই মৃত কনর আলীর পুত্র কাপ্তান মিয়ার পক্ষদ্বয়ের মধ্যে গত কয়েক মাস ধরে ফসলী জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল।

কাপ্তান মিয়া ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ উভয়ই সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই।

মঙ্গলবার আমেরতল গ্রামের মাঠে জমিতে আমন ধানের বীজতলায় কাজ করতে যায় কাপ্তান মিয়া পক্ষের লিটন মিয়া।

এ সময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা লিটন মিয়ার উপর হামলা চালিয়ে তাকে আহত করে।

এ নিয়ে বিকেলে আমেরতল বাজারে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনার জের ধরে বুধবার সকালে আবারো উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’দিনের সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত ১৫ব্যক্তি আহত হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/হেলাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ