আজকের শিরোনাম :

আটোয়ারীতে বিরোধের জেরে পুকুরে কীটনাশক প্রয়োগে মাছ নিধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুরে আটোয়ারী উপজেলার মির্জাপুর পাখরতলা গ্রামে এ ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা।

পরে দুপুরে পুকুরের মাছগুলোকে মরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয় নয়ন নামে এ ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ভাবে তদন্ত করে। তবে এ ঘটনায় স্থানীয় অন্য মাছ চাষিদের মাঝেও আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্যচাষী আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। সোমবার ওই পুকুরে দূবৃত্তরা কীটনাশক প্রয়োগ করে পালিয়ে যায়। এতে ওই পুকুরের মাছগুলোকে মরে যায়। পরে স্থানীয়রা মাছগুলোকে ভেসে থাকতে দেখে আব্দুর রাজ্জাককে জানায়।

আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের খবরের মাধ্যমে জানতে পারি আমার পুকুরের মাছগুলো মরে আছে। আনুমানিক ৫ মনেরও বেশি মাছ হবে। আমি বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে জানিয়েছি।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেই।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/ডিজার হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ