আজকের শিরোনাম :

কালিয়াকৈরে ট্রাক চাঁপায় নিহত ১, আহত ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৮, ১৬:২৪

গাজীপুর, ৩০ জুলাই, এবিনিউজ : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি স্টারলিং কারখানার সামনে ট্রাক চাপায় অজ্ঞাতনামা ( ৩৫) এক পথচারী  যুবকের মৃত্যু হয়েছে। এ সময় এক ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের স্টারলিং কারখানা গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো রংয়ের প্যান্ট ও চেক গেঞ্জি রয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে সফিপুর যাচ্ছিল। ইজিবাইকটি স্টারলিং কারখানা এলাকায় পৌছলে এক পথচারী রাস্তা পাড় হওয়ার জন্য দৌড় দেয়। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক পথচারীকে চাপা দেয়। পরে ট্রাকটি দ্রুত পালাতে গিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারির মৃত্যু হয় এবং ইজিবাইকে থাকা চালকসহ দুই যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় মর্ডান  হাসপাতালে ভর্তি করে। 

খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

এবিএন/ আলমগীর হোসেন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ