আজকের শিরোনাম :

ভুয়া নিয়োগপত্র দেখিয়ে অর্থ লোপাটের অভিযোগে পিতা পুত্র অাটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৮, ২২:১২

শিবগঞ্জ (বগুড়া), ২৯ জুলাই, এবিনিউজ : বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় চাকরির ভুয়া নিয়োগপত্র প্রকাশের মাধ্যমে প্রতারণার দায়ে পিতা ও পুত্রকে আটক করেছে র্যাব। এ সময় ভুয়া নিয়োগপত্র, নগদ টাকা, মোবাইলফোন সেট ও কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়।আজ রবিবার সন্ধ্যায় র্য্যাব-১২ স্থানীয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে চাকরিতে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার দায়ে দুইজনকে আটক করা হয়। 

আটকরা হলেন- উপজেলার লক্ষীকোলা গ্রামের মৃত কলিম উদ্দিন ওরফে খোকার ছেলে সাইদুল প্রামাণিক (৫০) ও সাইদুল ইসলামের ছেলে মো. রায়হান (২৫)। 

আটক সাইদুল ও রায়হান শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুরের নজরুল ইসলাম ও দেউলী গ্রামের জহুরুল ইসলামকে ২৫ লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাখবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

এবিএন/খালিদ হাসান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ