আজকের শিরোনাম :

ছাতক পৌরসভায় বিট পুলিশিংয়ের বৈঠক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ১৪:২২

সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি ও করোনা ভাইরাস প্রতিরোধে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডের ছাতক সিমেন্ট কোম্পানীর ৪নং বাজার এলাকায় বিট পুলিশিং কার্যক্রম উঠান বৈঠকের আয়োজন করা হয়।

 উঠান বৈঠকে সংশ্লিষ্ট ৩টি ওয়ার্ডের বিট কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর সুদিপ কুমার দে, সহকারী উপ-পরিদর্শক মো. মনির হোসেন, মাওলানা মুহিবুর রহমান ওসমান, হাজী আব্দুল গফুর, এখলাছ মিয়া, জামিল আহমদ, মো. ফিরোজ মিয়া, মো. হোসেন, হাসান আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বৈঠকে বিট কর্মকর্তা উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন মাদক নির্মূলের পাশাপাশি ইভটিজিং এবং চুরি-ডাকাতি বন্ধে এলাকার সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, প্রতিটি পরিবারের লোকজন সচেতন হলে ও এবং পুলিশকে অপরাধীদের ব্যাপারে সহযোগিতা করলে মাদকসহ সব ধরনের অপরাধ সমাজ থেকে চিরতরে নির্মূল করা সম্ভব হবে।

এবিএন/অরুণ চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ