আজকের শিরোনাম :

আত্রাইয়ে ৩তিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৮, ১৭:৩২

আত্রাই (নওগাঁ) , ২৯ জুলাই, এবিনিউজ : নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ ও  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার আত্রাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো: ইসরাফিল আলম।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,ইউপি চেয়ারম্যান আফছার আলী , আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার বশির উদ্দিন আহম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলী প্রমূখ।

তিনদিন ব্যাপী এ ফলদ বৃক্ষ মেলায় মোট ১৮টি ষ্টলে নানা জাতের ফলদ গাছের চারা ও কৃষি তথ্য বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।

এবিএন/রুহুল আমিন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ