আজকের শিরোনাম :

তেঁতুলিয়ায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় ১১ জনকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ১০:৫১

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১১ ব্যক্তিকে ১২ হাজার ১’শ পঞ্চাশ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার তিরনইহাট ও রনচন্ডি বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় এবং লাইসেন্স ব্যতীত ও বেপরোয়া গতিতে যানবাহন (মোটরসাইকেল) চালানোর দায়ে ওই ১১ জন ব্যক্তিকে পৃথক ভাবে ১২ হাজার ১'শ পঞ্চাশ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, আমরা নিয়মিত আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি।

ওই ১১ ব্যক্তিকে জরিমানার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়।

এবিএন/ডিজার হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ