আজকের শিরোনাম :

ঝিনাইদহে নতুন করে আরও ৬৪ জন করোনায় আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ২১:৩৫ | আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫৩

ঝিনাইদহে নতুন করে আরও ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২১৩ জন। এদিকে করোনা উপসর্গ নিয়ে হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনের চাচা শরাফত হোসেন মারা গেছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১৬৬ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬৪ টি পজেটিভ। 
আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৪৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, কোটচাদপুর উপজেলায় ৩ জন এবং হরিনাকুন্ডু ৬ জন। আক্রান্ত ১২১৩ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৩২ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২০ জন।
ঝিনাইদহ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের ইফা গঠিত কমিটি লাশ দাফন করেছে।

যবনিকা/জসিম/এজেএ
 

এই বিভাগের আরো সংবাদ