আজকের শিরোনাম :

মেলান্দহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মেম্বারের অনাস্থা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ২১:০৩

জামালপুরের মেলান্দহের ৩নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে অনাস্থা প্রদান করেছে। আজ বুধবার (১২ আগস্ট) মোট ৯জন ইউপি সদস্য এই অনাস্থা পত্রে স্বাক্ষর করেন। 
জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে জানা যায়, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান নির্বাচিত হয়ে অসৎ উপায়ে কালো টাকার মালিক হয়েছেন।

হতদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচি, টিআর, কাবিখা, এলজিএসপি, গ্রাম আদালতের সালিশের নামে বাদি-বিবাদীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ জাল স্বাক্ষরে টিপ/সই দিয়ে অর্থ আত্মসাত করেছেন। ইউপি সদস্যদের সম্মানী ভাতার টাকাও জাল স্বাক্ষর দিয়ে উত্তোলন করেছেন। গ্রামীন হাটবাজারের অর্থও আত্মসাতের কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের নিজস্ব জমিতে গড়ে ওঠা দোকান ভাড়া পরিষদের ফান্ডে জমা না দিয়ে নিজেই আত্মসাত করেছেন। পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ না করেই ভূয়া বিল-ভাইচার বানিয়ে অর্থ আত্মসাত করেছেন।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরির প্রলোভনে  বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন। প্রকল্পের লোভ দেখিয়ে হাওলাদের কথা বলে মেম্বারদের কাছ থেকেও প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন। ভোক্তভোগিরা টাকা ফেরত চাইলে ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকী দিয়ে মানুষকে জিম্মি করে রাখেন। অভিযোগের অনুলিপি সংসদ সদস্য আলহাজ মির্জা আজম, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন স্মারক লিপি প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন-উর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করলে আনীত অভিযোগের তদন্ত হবে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ জানান-আমার নির্বাচনের আগে শত্রুপক্ষ তৎপর হয়ে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি এখন অসুস্থ বেশি কথা বলতে পারব না।

এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/অসীম রায় 
 

এই বিভাগের আরো সংবাদ